1. online@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@dainikdhakarsangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

জয়দেবপুর থানায় ভুয়া নারী এসআই আটক

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭২ বার

গাজীপুর : গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে থানায় প্রবেশের সময় তানিয়া (২৭) নামে এক ভুয়া নারী পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।

পুলিশ জানায়, পাওনা টাকা সংক্রান্ত একটি অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। কিন্তু অভিযোগ জানানোর আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপ–পরিদর্শক (এসআই) পরিচয় দেন। কথা বলার একপর্যায়ে তিনি একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করেন, যা ডিউটি অফিসারের সন্দেহের সৃষ্টি করে। এরপর এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালানো হলে বেরিয়ে আসে তার প্রতারণার বিষয়টি।

পুলিশের একটি ইউনিফর্ম তানিয়ার কাছ থেকে জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পোশাকসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেইসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে বা কোনো অপরাধে জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design By Raytahost