বিনোদন প্রতিবেদক: প্রকাশিত হলো নতুন গান ‘রাস্তাই ঠিকানা’, যেখানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীত আয়োজনও করেছেন মোক্তার হোসেন। গানটির কথা ও সুর করেছেন রাফসান আমিন। সম্প্রতি এটি MH Music World ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।
গানটি মোক্তার হোসেনের সঙ্গীত পরিচালনার দ্বিতীয় কাজ। এর আগে তিনি সুরকার হিসেবে নিজের প্রতিভা প্রমাণ করেছিলেন। এবারও তিনি সেই ধারাবাহিকতায় শ্রোতাদের ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন।
গানটি প্রসঙ্গে মোক্তার হোসেন বলেন, “আমি আশা করছি, গানটি শ্রোতা ও দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলবে। সবার ভালোবাসা ও সমর্থন চাই।”
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই গানের কথা, সুর ও পরিবেশনার প্রশংসা করেছেন।
‘রাস্তাই ঠিকানা’ গানটি যারা এখনো শুনেননি, তারা MH Music World-এর ইউটিউব চ্যানেলে গানটি উপভোগ করতে পারেন।
Leave a Reply