সাভার (ঢাকা): সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মডেল মসজিদের কাছ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত বৃদ্ধার গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার পেছনের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
/এনইউজে
Leave a Reply