চৌদ্দগ্রাম (কুমিল্লা): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকার ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া এবং একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার একটি বিমানবন্দর থেকে প্রবাসীর মরদেহ নিয়ে চট্টগ্রামের ভুজপুরের উদ্দেশে যাচ্ছিল দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স। পথিমধ্যে বাতিসা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন বাবুল মিয়া। গুরুতর আহত ওসমান গণিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন বলেন, “দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
Leave a Reply