জনপ্রিয় ব্যান্ডশিল্পী তানযীর তুহীনের মা, প্রখ্যাত লেখক ও শিক্ষক ড. আকন্দ সামসুন নাহার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ জুন) সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সামসুন নাহার। গত ২৩ জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার বাদ জোহর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেওয়া হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে। সেখানে বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
ড. সামসুন নাহার বাংলা ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষা ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা করেছেন সরকারি কলেজে, পাশাপাশি দীর্ঘদিন কাজ করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি)।
তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: সাগর সঙ্গমে, অন্তরালে, বাতিঘর, আকাশে পাখির মালা, গল্পলোকের ঝুড়ি, যূথবদ্ধ, এষণা এবং ছোটদের জন্য লেখা সিন্দাবাদের সমুদ্রযাত্রা।
বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।
/এনইউজে
Leave a Reply